ফোন আলাপ ফাসঁ || পালাবে ইভ্যালি || ইভ্যালি রিফান্ড হয়রানি || Evaly Refund Harassment
বাংলাদেশের ইকর্মাস প্রতিষ্ঠান ইভ্যালি গ্রাহকের টাকা দিনেরপর দিন আটকে রাখছে । ৪৫ দিনের ডেডলাইন পার হওয়ার পরও ৯০ থেকে ১২০ দিন পর প্রোডাক্ট এর সোর্সিং ডিলে দেখিয়ে অর্ডার ক্যানসেন করা হচ্ছে এবং সেই অর্ডারএর টাকা আরও ৩০ কর্মদিবসের নামে আটকিয়ে রাখছে । মোট কথা ইভ্যালি গ্রাহকের টাকা ৬ মাস কারো বা এক বছর ধরে আটকে রাখতেছে নানা অযুহাতে । যার অবসান হওয়া দরকার । এই ভিডিওতে দেখেন একজন গ্রাহকে কীভাবে প্রতারিত হচ্ছেন দিনের পর দিন । এমন হাজারো কথোকপন আছে যা প্রকাশ পাচ্ছেনা । হাজারো মানুষের টাকা এভাবে রিফান্ডের নামে আটকে রাখা হয়েছে । আমি একজন সাধারন গ্রাহক হিসাবে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করছি দয়া করে এদের এমন প্রতারনার ফাদঁ আপনারা বন্ধ করুন । একজন গ্রাহক প্রোডাক্ট না পেলে যাতে ৩ থেকে ৫ দিনের মধ্যে সে তার কষ্টের টাকাটা ফেরত পায় সেই ব্যবস্থা করুন ।
আর এই ভিডওর মাধ্যমে ইভ্যালির সিইও মিঃ রাসেল কে বলছি দয়া করে হাজারো মানুষের যে টাকা রিফান্ডের নামে আটকে রেখেছেন তা দ্রুত দিয়ে দিন তা না হলে এ দেশের মানুষ আপনাকে ও আপনার প্রতিষ্টানকে বুড়ো আঙ্গুল দেখাবে ।
ইভ্যালি রিফান্ড হয়রানি - ভূলেও অর্ডার করবেন না? পালাবে ইভ্যালি!
#evaly
#প্রতারনা
#রিফান্ড_হয়রানি
#ইভ্যালি
►🎙️Voice Over 🤷♂️ Ariful
►📃FB Page: https://bit.ly/2Xka5x2
►🔗Blog: https://bit.ly/2Xj9bAP
►🎵Music Credit
👌Thank you for Watching this 🎥Video.
😋 PLEASE 🔗Share This Video 😊
0 মন্তব্যসমূহ